SriChinmoy.org
bn More about Sri Chinmoy
x

ভুমিকা

আমরা সকলেই অনুসন্ধানী এবং আমাদের লক্ষ্য এক, অভিন্ন হৃদয়ের শান্তি প্রদীপ এবং আনন্দ অনুভব করা, আমাদের উৎস পরম আত্মার সাথে অবিচ্ছিন্নতা এবং সত্যিকার পরিতৃপ্তির সাথে জীবনযাপন করা।

হৃদয়-মনের মধ্যে বাঁচা মানেই আনন্দের মধ্যে বাঁচা। এভাবে বাঁচার মাধ্যমেই নিজেকে জানার পথ-নির্দেশ পাওয়া যায়। নিজেকে অনুধাবন করাই পরম ঈশ্বরকে অনুভব করা। কারণ, আমাদের হৃদয়ের গভীরেও যে দেবোত্তম গুনাবলী আছে সে তো ভিন্ন কিছু নয়। যা শুধু অপেক্ষা করছে অনুসন্ধান এবং প্রকাশের। আমরা ঈশ্বরকে আমাদের ভিতরের চালিকাশক্তি অথবা মহোৎকৃষ্ট, মহোত্তম আত্মা হিসেবে কল্পনা করতে পারি। কিন্তু, কোন নামে তাকে আমরা সম্মোধন করবো সেটা কোন বিশেষ ব্যাপার নয় - আমরা বোঝাতে চাইছি তাকে আমাদের ভিতরের সর্বোত্তম অবস্থা যা আধ্যাত্মিকতার অনুসন্ধানের সর্বশেষ লক্ষ্য।

~শ্রী চিন্ময়, পরমানন্দের পথে