শ্রী চিন্ময় তাঁর চিত্রকর্মকে বলতেন ‘ঝর্ণাকলা’ – যার অর্থ সৃজনশীলতার স্বকীয় ধারা। ধ্যানের মাধ্যমে তিনি যে অনুভব অনুভুতিতে স্নাত হতেন, তারই প্রকাশ এই ‘ঝর্ণাকলা’।
১৯৯১ ডিসেম্বর মাসে শ্রী চিন্ময় এক বিশেষ ধারায় পাখির ছবি আঁকতে শুরু করেন। তারপর থেকে তিনি ‘স্বপ্ন-সাধীন-শান্তির পাখি’ শিরোনামে লক্ষ লক্ষ পাখি এঁকেছেন।
তিনি আঁকতেন ধ্যানের ভঙ্গীতে। অতি দ্রুত, অতি স্বাভাবিক, প্রকৃতিতে। তিনি আর্টের অন্যান্য ধারায়ও কাজ করেছেন – যেমন মিনিয়েচর, ম্যুরাল, এবসট্র্যাক্ট। তাঁর এসব শিল্পকর্ম নানা গ্যালারিতে প্রদর্শীত হয়েছে।
"যখন ছবি আঁকি তখন আমি ধ্যানের ভাবে চলে যাই। যতদুর সম্ভব আমি নিজেকে বোধহীন, শূন্য, শান্ত করে ফেলি। বাইরের মনটা হল সমুদ্রের উপরী ভাগ। এখানে সাগর হাজারো ঢেউয়ে চীর অশান্ত, কিন্ত যদি একই সাগরের তলদেশের গভীরে ডুব দিতে পারি? কি পাবো? শুধু নিরবতা, শুধু শান্তি, শুধু সৃজনতা।"